নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন বাজারে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মজুদ রাখায় জয় এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ নভেম্বর) বিকালে নাগরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) দীপ ভৌমিক এই জরিমানা করেন।
এতে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসাইন। তিনি বলেন, চলমান রবি মৌসুমে সারের ব্যাপক চাহিদা বিদ্যমান। এই সার যেন প্রান্তিক কৃষক ন্যায্যমূল্যে পায় সেটি নিশ্চিত করার লক্ষ্যেই আমরা বাজার মনিটরিং করেছি। কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মজুদ রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়ে তদারকি করতে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে দপ্তিয়র বাজারের ব্যবসায়ীদের অন্যান্য কৃষি উপকরণ মজুদ-বিক্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।