সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ট্রাস্ট এন্ড ট্রেড কোম্পানি’র কর্ণধার খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল)। গত মঙ্গলবার (২৫ জুন) এই নতুন কমিটি অনুমোদন সংশ্লিষ্ট সরকারি প্রজ্ঞাপন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বলা হয়েছে, শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত কাগজপত্র যথাযথ ভাবে পাওয়া গেছে বিধায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হলো। কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন অশোক কুমার সাহা ও মো. নূরুল ইসলাম এবং অভিভাবক সদস্য যথাক্রমে মো. কোহিনুর রহমান, মো. ঠান্ডু শেখ, মোকছেদ আলী ও মো. শরিফুল ইসলাম বাবুল। উক্ত কমিটির মেয়াদ পরবর্তী ২ বছর কার্যকর থাকবে।
এ প্রসঙ্গে নাগরপুর সদর এলাকার কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) বলেন, নাগরপুর অঞ্চলের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি অভিভাবক সদস্য, শিক্ষকবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও এলাকায় শিক্ষার প্রসারে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।