নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের প্রাই দোকানে নেই ট্রেড লাইসেন্স।
ট্রেড অর্থ হচ্ছে ব্যবসা আর লাইসেন্স অর্থ হচ্ছে অনুমতি। এক কথায় ট্রেড লাইসেন্স অর্থ হচ্ছে অনুমতি পত্র। এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়। ট্রেড লাইসেন্স হচ্ছে স্থানীয় সরকার কর্তৃক প্রদান করা ব্যবসা শুরুর অনুমতি বা অনুমোদন। মোটকথা একটি ব্যবসার বৈধতার প্রতীক হচ্ছে ট্রেড লাইসেন্স।
একটি বৈধ ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স অত্যাবশ্যকীয়। ট্রেড লাইসেন্স ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান ই বৈধ নয়।
স্বাধীনভাবে ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স প্রত্যেক ব্যবসায়ীর জন্য খুবই জরুরি। সর্বোচ্চ ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতের পান বিক্রেতা, চায়ের দোকানদার, সবারই ট্রেড লাইসেন্স দরকার। যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের ছোট-বড় সব কাজেই ট্রেড লাইসেন্স এর গুরুত্ব অনেক বেশি। যেমন- কোন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যদি ব্যাংক লোন নিতে চান তাহলে একটি ব্যাংক একাউন্ট দরকার হবে। ব্যাংক একাউন্ট খুলতে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশে যেতে চাইলে ট্রেড লাইসেন্স অবশ্যই দরকার। এছাড়া ব্যবসায়ী কোন চুক্তির ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগে। আপনি যদি কোনো ব্যবসায়িক এসোসিয়েশনের সদস্য হতে চান, তখনও ট্রেড লাইসেন্স লাগবে।
উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়। সিটি কর্পোরেশনের করবিধি ২০০৯ এর মাধ্যমে ট্রেড লাইসেন্সের সূচনা হয়। মূলত সিটি কর্পোরেশন এটি পরিচালনা করে থাকে। এছাড়াও স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা,এবং জেলা পরিষদ থেকে নির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে নির্দিষ্ট পরিমাণ ফি এর বিনিময়ে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়ে থাকে।
দপ্তিয়র ইউনিয়নের কয়েকটি বাজার ঘুরে দেখা যাই এমন অবস্তা। কিছু দোকানে ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হলেও রেনু করার কোন উদ্যোগই নেই।দোকানদারেরা জানান দপ্তিয়র ইউনিয়ন থেকে ট্রেড লাইসেন্স এর জন্য তেমন কোন বাধ্যবাধকতা নেই।এ বিষয়ে দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,ফিরোজ সিদ্দিকীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে, তিনি জানান প্রতিটা ব্যাবসাহী/দোকানদারে জন্য ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক।ট্রেড লাইসেন্স ব্যাপারে আমরা সব সময়ই ব্যাবসাহীদের সচেতন করে থাকি।