সিপন রানা নাগরপুর প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালু হয়েছে। ১০০ টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ(টিএসসি) স্হাপন ( ২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২ শিক্ষাবর্ষে নতুন চালুকৃত ৩৫ টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এইচএসসি( ভোকেশনাল) শিক্ষা ক্রম চালুকরণ প্রক্রিয়ায় নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজও অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৩-২৪ শিক্ষা বর্ষে নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৪ টি ট্রেডে ৫০ জন করে মোট ২০০ শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ বিষয়ে নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত)ইঞ্জিনিয়ার মো: আতিকুর রহমান জানান,নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ২০২৩-২৪ শিক্ষা বর্ষে এইচএসসি (ভোকেশনাল) শাখায় ৪ টি নতুন ট্রেডে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। অটোমোবাইল এন্ড অটো ইলেকট্রিক,জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ও ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন এই চারটি ট্রেডে ৫০ করে মোট ২০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। নতুন চারটি ট্রেডে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় আমি মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।