আনোয়ার হোসেন অপু, স্টাফ রিপোটার (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন আন্দোলনকারীরা। এতে আলতাফ ও ফেরদৌস নামে ২ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। ক্ষুদ্ধ এলাকাবাসীর অভিযোগ, উপজেলার চকমহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলবার রহমান নিজের আত্নীয় স্বজন নিয়ে একটি পকেট কমিটি গঠন করে তা অনুমোদন করিয়ে নেন।এর মাধ্যমে পরিবারের সদস্যদের স্কুলে নিয়োগ দিয়ে পারিবারিক স্কুলে পরিনত করেন। এছাড়া বিদ্যালয়ে পানির পাম্প বিক্রি থেকে শুরু করে নানা প্রকল্প গ্রহণ করে অর্থ হরিলুট করছেন বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে দুপুরে স্থানীয় গ্রামবাসী স্কুলের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করলে প্রধান শিক্ষকের ভাই নাজিম উদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন।