নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সেক্রেটারি মজিবর রহমানের বিরুদ্ধে ৫লক্ষাধিক টাকা নিয়ে সংরক্ষিত মহিলা মেম্বর ফাইমা খাতুনকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন অন্য ইউপি সদস্যরা।
বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় একটি প্রেসক্লাবের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইউপি সদস্য হাফিজুর রহমান। তিনি আরো বলেন, মেম্বরদের নিয়ে মিটিং না করে পূর্বের তারিখ দেখিয়ে ভুয়া কাগজ তৈরী করে ফাইমা খাতুনকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করা হয়। জনগণের সেবা নিশ্চিত করতে এটা বাতিল করে নিয়ম মেনে সকল মেম্বরের মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান করার দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সুজন আলী, সেলিম রেজা, রেখা বেগম ও রুমি খাতুন।
তবে টাকা দিয়ে প্যানেল চেয়ারম্যান হওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফাহিমা খাতুন বলেন, ইউনএনও স্যারের মৌখিক নির্দেশে আমি অফিস করছি।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল বলেন, কোন অনিয়ম হয়নি। তবে অভিযোগের বিষয়টি আমার নলেজে আছে।