জামিরুল ইসলাম , লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর থানার ওসি পরিচয় ব্যবহার করে টাকা দাবি করায় সোহেল রানা (২৭) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উপজেলার অমৃতপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা একই এলাকার চাদের আলীর ছেলে।
জানা যায়, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদের ফেসবুক প্রোফাইল ব্যবহার করে ওই একই এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী লালপুর থানার ওসিকে জানালে লালপুর থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় অভিযুক্ত মোঃ সোহেল রানা (২৭) প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং-০৬, তারিখ:১০/১২/২০২৩ খ্রি, ধারা-সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ২২/২৩/২৪ ।