জামিরুল ইসলাম , লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ‘পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৩ মে) বিকাল ৬ টায় লালপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এউপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে লালপুর ত্রি-মোহনী চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র ও জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর শাখার সভাপতি আব্দুর রশিদ, সাবেক সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জামিল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ মিঠু সদস্য সজিবুল হৃদয়, নুহুউল্লাহ, শিমুল আলী, তরিকুল ইসলাম ফাহিম প্রমুখ।
সভায় বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংবাদিকরা,
হলুদ সাংবাদিকতা রোধ করে সুষ্ঠ, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে এ পেশার মান সমুন্নত রাখতে হবে।