নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মঈন উদ্দীন খান।
উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মঈন উদ্দীন খান বলেন, এ আসনে প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দেননি। ফলে যাচাই-বাছাইয়ে যায় ডা. সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র। রোববার চূড়ান্ত যাচাইয়ে সবকিছু বৈধ থাকায় বিধি মোতাবেক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচিত করা হয়েছে।