1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলায় আগুন ধরাতেই বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না: সিদ্ধিরগঞ্জে একটি বসতবাড়িতে চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কবিতা বেগম (৪৫) নামে এক নারী দগ্ধ হয়েছেন।

রোববার(২০ অক্টোবর)সকালে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার এক বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

তিনি কিশোরগঞ্জের কটিয়াটি এলাকার জিল্লুর রহমানের স্ত্রী। আদমজী ইপিজেডের অনন্ত হুয়াক্সিয়ান নামের এক পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

আহত নারীর কবিতা বেগম (৪৫)। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আহত কবিতা বেগম তাঁর ছেলেকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তাঁরা দুজনই পোশাক কারখানায় কাজ করতেন। আজ সকালে বিকট শব্দে দ্বিতীয় তলার কক্ষ ও বারান্দার দেয়াল ধসে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল সৃষ্টিসহ কক্ষের ভেতরের দেয়ালও ধসে পড়েছে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিলন জানান, সিলিন্ডার বারান্দায় রাখা ছিল। সম্ভবত রাতে চুলার সুইচ বন্ধ করা হয়নি। আজ সকালে গ্যাসের চুলাতে আগুন ধরাতে গেলে এই বিস্ফোরণ ঘটেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি