1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি সেমিনারের সভাপতিত্ব করেন। সাবির্ক সহযোগিতায় ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সেমিনারে নারায়ণগঞ্জের বাজারে যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ততরের কর্মকর্তাদের সাথে পাইকারী ব্যবসায়ীদের মতবিনিময় হয়। সদর থানার দ্বিগু বাবুর বাজার, কালিরবাজার, ফতুল্লা মার্কেট ও বউ বাজার এবং নিতাইগঞ্জের পাইকারী ব্যবসায়ীরা এ সেমিনারে অংশগ্রহণ করেন।

এসময় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্টে প্রেসেনটেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। জেলা প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যে অধিক মুনাফা না রাখা, সঠিকভাবে সাপ্লাই চেইন ধরে রাখাসহ বিভিন্ন নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি