নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বাছাই পর্বের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের সঙ্গী নিগার সুলতানা জ্যোতির দল।
আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্রুত বিদায় নেন ফারজানা হক। এরপর মুর্শিদা খাতুন আর নিগার সুলতানা রানের চাকা সচল রাখেন। মুর্শিদা ২৬, আর সুলতানা করেন ১৭ রান।
শেষদিকে রুমানা আহমেদের অপরাজিত ২৮ রানে ৫ উইকেটে ১১৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ১৩ রানে ৩ উইকেটে হারিয়ে চাপে পড়ে থাইল্যান্ড।
তবে বাংলাদেশের বোলারদের দৃঢ়তায় ৬ উইকেটে ১০২ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। সর্বোচ্চ ৬৪ রান করেন নাতাকান চানতাম। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন সালমা খাতুন। রোবাবার বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।