শেখ হাসিনা বেগম রোকেয়া পদক ২০২১ প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার গণভন থেকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, বেগম রোকেয়া সবসময় নারীদের শিক্ষার জন্য কাজ করে গেছেন। ঘোড়ার গাড়িতে চড়ে পর্দা করেই বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের স্কুলে আনার চেষ্টা করেছেন।
শেখ হাসিনা আরো বলেন, আমাদের একটাই লক্ষ্য সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
পুরুষ শ্বাসিত সমাজে নারীরা অবহেলিত। নারী ছাড়া সমাজ অর্ধ শুণ্য। তাই নারীদের যত্ন নিতে হবে।
নারী নেতৃত্ব গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু সংসদে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা করেছিলেন, বলেন প্রধানমন্ত্রী।