1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ড্রেজার মেশিন ধ্বংস

আরএম সেলিম শাহী
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকায় ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় দুটি মিনি ড্রেজার মেশিন ও ১৫০ ফুট মেশিনের পাইপ ধ্বংস করা হয়। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট হেলেনা পারভীন। সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় বালু উত্তোলনকারীরা উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় ভোগাই নদীতে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি মিনি ড্রেজার মেশিন ও ১৫০ ফুট মেশিনের পাইপ ধ্বংস করা হয়েছে।
এছাড়া একই দিন চলমান লকডাউনে স্বাস্থ্য বিধি না মানায় উপজেলার রাণীগাঁও বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হেলেনা পারভীন বলেন, পরিবেশ রক্ষা ও জনসচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি