বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহকারী পরিচালক (আইন) মো. কামাল হোসেন আর নেই ।
রবিবার রাত ১১টার দিকে শারীরিক অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিটিআরসির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের সহকারী পরিচালক সাইমুল খান। তিনি জানান, বিটিআরসি পরিবার তার রুহের মাগফেরাত কামনা করছে। একই সাথে শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
প্রসঙ্গত, ২০০৪ সালে তিনি কক্সবাজারের রামু থেকে এসএসসি এবং ২০০৬ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করে ২০০৬-০৭ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। আইন বিভাগ থেকে বের হয়ে আর্থিক প্রতিষ্ঠান SABIN CO তে আইন কর্মকর্তা হিসেবে কিছুদিন চাকরি করেন।
এরপর কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগ দেন। সর্বশেষ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) সহকারী পরিচালক (আইন) হিসেবে যোগদান করেন।