1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন অইনজীবী আশরাফ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে মন্তব্য করা সুপ্রিম কোর্টের অইনজীবী মো. আশরাফুল ইসলাম আশরাফের নিঃশর্ত ক্ষমা চাওয়ার আবেদন গ্রহণ করেছেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ তার এই আবেদন গ্রহণ করে ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দিয়ে আদালত অবমাননা প্রশ্নে জারি করা কারণ দর্শানোর নোটিসটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আশরাফুল ইসলামের পক্ষে ছিলেন শেখ আওসাফুর রহমান বুলু। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফ সাংবাদিকদের বলেন, মহামান্য আপিল বিভাগ আদালত অবমানননার অভিযোগ আনার প্রশ্নে এবং আদালতে আমার পেশা পরিচালনা থেকে বিরত রাখার প্রশ্নে যে নোটিস ইস্যু করেছিলেন তার জবাব হলফনামা আকারে দাখিল করেছিলাম। এইকই সঙ্গে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে অবেদন করেছিলাম।

তিনি বলেন, অবেদন গ্রহণ করে হলফনামাটি প্রত্যাহারের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। যেহেতু আদালত আমার আবেদনটি গ্রহণ করেছেন, তাই আইন পেশা চালিয়ে যেতে আর কোনো সমস্যা থাকছে না।

গত জুলাইয়ে করোনাকালে ঘরে বসে আদালত পরিচালনার ব্যবস্থাপনার বিষয়ে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে করা মন্তব্য নিয়ে আশরাফুল ইসলাম আশরাফের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন আপিল বিভাগ। একইসঙ্গে এ আইনজীবীকে তলবও করা হয়। এছাড়া এই সময়ের মধ্যে তিনি দেশের কোনও আদালতে প্রাকটিস করতে পারবেন না বলেও আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ওই আইনজীবীর ফেসবুক পোস্ট আপিল বিভাগের নজরে আনার পর ১৫ জুলাই আপিল বিভাগ এসব আদেশ দেন। এরই ধারাবাহিকতায় আশরাফুল ইসলাম আপিল বিভাগের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি