যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার পর দেশটির প্রথম অঙ্গরাজ্য হিসেবে আধাস্বয়ংক্রিয় রাইফেল কেনায় নতুন বয়সসীমা নির্ধারণ করেছে নিউইয়র্ক।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল আধাস্বয়ংক্রিয় রাইফেল কেনার বয়স বাড়িয়ে ১৮ থেকে ২১ বছর করেছেন।
টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ২১ জন এবং বাফেলোর একটি সুপারমার্কেটে বর্ণবাদী হত্যাযজ্ঞের ঘটনার পর নিউইয়র্ক অস্ত্র আইন কঠিন করার অংশ হিসেবে এমন পদক্ষেপ গ্রহণ করল।
ক্যাথি হোচুল অস্ত্র আইন সংস্কারের এক প্যাকেজের অনুমোদন দেন, যা গত মাসের বন্দুক হামলায় ১০ কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রেক্ষাপটে অঙ্গরাজ্য সিনেট পাস করে। দেশটিতে একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেওয়া হলো।
দেশটিতে বারবার বন্দুক হামলার ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার জন্য জোর দাবি ওঠে। বর্তমানে আধাস্বয়ংক্রিয় অস্ত্র কেনার অনুমতি পাওয়ার ক্ষেত্রে ক্রেতার কমপক্ষে ২১ বছর বয়স হতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বছরের ছেলের গুলিতে বাবার মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তির বাড়িতে গুলিভর্তি একটি বন্দুক ছিল। তবে বন্দুকটি অরক্ষিত অবস্থায় ছিল। তার দুই বছর বয়সী ছেলে সেই বন্দুক হাতে নিয়ে ভুলবশত সেখান থেকে গুলি ছোড়ে।
খবর এএফপি