ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে পুনরায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার যাত্রা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করে দেখানোর। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রেই টেবিলের তলানিতে ছিল বাংলাদেশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। গাজী টিভি ও টি স্পোর্টস সরাসরি ম্যাচটি দেখাবে।
২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। গত ১০ বছরে অন্য দুই ফরম্যাট- ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে দু’দল। এই সময়ের মধ্যে টেস্ট সিরিজ খেলতে তিনবার নিউজিল্যান্ড সফর করেছে টাইগাররা।
বাংলাদেশের মাটিতে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজ ০-০ সমতায় শেষ করেছিল কিউইরা। প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন দেশের বিপক্ষে টেস্ট ড্র করলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ওই দু’টি টেস্ট সমতায় শেষ করেছিল টাইগাররা। ওই দুই টেস্টে ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল স্বাগতিকরা।
সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে ১৩টিতে জয়, মাত্র একটিতে হার এবং তিনটি ড্র করেছে নিউজিল্যান্ড।
এদিকে ঘরের মাঠে ম্যাচ হলেও ম্যাচ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই সাকিব, তাসকিন ও এবাদতের মতো ক্রিকেটার। নেই তামিম ইকবাল ও লিটন দাসও। সবমিলিয়ে কিউইদের বিপক্ষে তারুণ্য নির্ভর দল নিয়ে নামতে হবে নাজমুল হোসেন শান্তকে।
তবে এমন অনভিজ্ঞ বাংলাদেশকেও হালকাভাবে নিচ্ছে না কিউইরা, তার প্রমাণ মিলেছে স্কোয়াডে ৫ জন স্পিনার রেখে। ব্যাটিংয়েও রয়েছে কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেলদের মতো তারকারা। অভিজ্ঞতা সম্পূর্ণ দলের নেতৃত্ব উঠেছে টিম সাউদির কাঁধে।
দলে ৫ তারকা ক্রিকেটার না থাকায় কেমন হবে টাইগারদের স্কোয়াড তা নিয়ে আগ্রহে টাইগার ভক্তরা। ঘরের মাঠে স্পিনেই আস্থা রাখবে বাংলাদেশ। সেক্ষেত্রে একাদশে থাকতে পারে তিন স্পিনার। অভিষেকের অপেক্ষায় রয়েছেন হাসান মাহমুদ।
ওপেনিংয়ে দেখা যেতে পারে তরুণ মাহমুদুল হাসান জয়কে। যদিও ব্যাডপ্যাচের মধ্যদিয়ে যাচ্ছেন এ ব্যাটার। তার সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জাকির হাসান। এর আগে তিন টেস্ট খেলার সুযোগ পেয়ে এ ক্রিকেটার ৪৩ গড়ে এক সেঞ্চুরি আর দুই ফিফটিতে করেছেন ২৫৮ রান।
তিনে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে অভিজ্ঞ মুমিনুল হক। পাঁচে মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৮৭তম টেস্ট ম্যাচ খেলার অপেক্ষায় মিস্টার ডিপেন্ডেবল।
জাতীয় লিগে দারুণ পারফরম্যান্সের সুবাদে এবং লিটনের অনুপস্থিতিতে ছয়ে থাকবেন নুরুল হাসান সোহান। সাত নম্বরে নিশ্চিত নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আট নম্বরে থাকবেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। সাদা বলে অনিয়মিত হলেও লাল বলে দেশের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন এ বোলার।
এ ছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদের তুলনায় এগিয়ে আছেন নাঈম হাসান। সবশেষ জাতীয় লিগে ৩৬ উইকেট নেয়া নাঈমের সম্ভাবনা বেশি প্রথম টেস্টের একাদশে। দলে থাকবেন দুই পেসার। এ ম্যাচে অভিষেক হতে পারে হাসান মাহমুদের। জাতীয় লিগে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে নজর কেড়েছেন তিনি। আর একজন পেসার শরিফুল ইসলাম। সাম্প্রতিক পারফরম্যান্সে বাঁহাতি এ বোলারের জায়গা প্রায় নিশ্চিত।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।