ক্রীড়াঙ্গনে রেকর্ড ভেঙেই গড়া হয় নতুন রেকর্ড। চলতি বিশ্বকাপে পেলের এক রেকর্ড ভেঙে নিজের করে নিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। নিজের সেই রেকর্ড ভাঙায় এমবাপ্পেকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।
রোববার (৪ ডিসেম্বর) পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করে এমবাপ্পে। আর তাতেই বিশ্বকাপে ৯ গোলের মালিক হন তিনি। ২৩ বছর ৩৪৯ দিন বয়সে এই গোল করেন তিনি।
বিশ্বকাপে বয়সের হিসেবে পেলের রেকর্ড ভাঙেন এমবাপ্পে। ১৯৬৬ বিশ্বকাপে পেলে যখন ৮ গোল করেন তখন তার বয়স ছিল ২৫ বছর ২৬২ দিন। নিজের রেকর্ড ভাঙায় এমবাপ্পেকে বন্ধু সম্বোধন করে টুইট করেন পেলে।
টুইটে তিনি লিখেন, ‘ধন্যবাদ (এমবাপ্পে)। বিশ্বকাপে আমার এক রেকর্ড তোমাকে ভাঙতে দেখে খুব ভালো লাগছে বন্ধু।’
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে পেলে করেছেন ৭৭ গোল। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল। অন্যদিকে, ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৩ ম্যাচে ৩৩ গোল করেছেন এমবাপ্পে। আর বিশ্বকাপে ১১ ম্যাচে তার গোলের সংখ্যা ৯।