নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশ নির্বাচনে কারচুপি, জয় ছিনিয়ে নেয়াসহ তিন অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
চসিক নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ডা. শাহাদাত হোসেন বলেন, ভোটের দিন সকাল থেকে ৬০ কেন্দ্রে ঘুরেছি। এসময় দেখা গেছে বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্রে আসতে দেয়া হয়নি। ভোটের আগে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে। নির্বাচনে কারচুপির মাধ্যমে বিএনপির নিশ্চিত বিজয় কেড়ে নিয়েছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচন কমিশনের কাছে ভোটের ফলাফলের প্রিন্টেড কপি চেয়ে ছিলাম। কিন্তু তারা আমাদের দিয়েছে সাজানো কপি। প্রতি ঘণ্টার ভোটের হিসাব চেয়ে ছিলাম দিতে পারেনি। জালিয়াতির মাধ্যমে আমার ৪ থেকে ৫ শতাংশ ভোট নিয়েছে। এ তিন কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, এম এ আজিজ, এস এম সাইফুল আলম, আব্দুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী প্রমুখ।