সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে রাজশাহীর বর্তমান বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ুন কবীরকে রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ ও সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এসব আদেশ অবিলম্ব কার্যকর হবে।
জানা গেছে, নির্বাচন কমিশনের বর্তমান সিনিয়র সচিব মো. আলমগীর ফেব্রুয়ারি মাসের ২ তারিখ অবসরে যাবেন। অবসরে যাওয়ার সুবিধার্থে মঙ্গলবার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।