হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেটবাসীর মাঝে সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকলেও বন্যা আতঙ্ক যেনো পিছু ছাড়ছে না। এর উপর অস্বাভাবিকভাবে বেড়ে চলছে সুরমা নদীর পানি। বইছে বিপদ সীমার অনেক উপরে। উজান থেকে প্রবল বেগে ধেয়ে আসছে স্রোত, প্রবল স্রোতে সিলেটের ঐতিহাসিক কিংব্রিজের
নিচে সৃষ্টি হয়েছে এক ভীতিকর পরিস্থিতির। বৃষ্টির কারণে নগর জীবনে পড়েছে স্থবিরতার ছোঁয়া। জীবিকার তাগিদে কিছু মানুষ বের হলেও বেশিরভাগ নগরবাসী নিজ নিজ ঘরে অবস্থান করছে। ২১ তারিখ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নগরবাসীর মাঝে রয়েছে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা। যদিও সুরমার বেড়ে যাওয়া পানি নিয়ে আতঙ্কের কথা ব্যক্ত করতে ভুলেনি সিলেট নগর বাসি। কারণ গত বছরের বন্যার দুঃসহ স্মৃতি এখনো তাদের তাড়া করে বেড়াচ্ছে। এরই মাঝে হবে নির্বাচন, ভোট দেবের সবাই, এ প্রত্যয় ব্যক্ত করছে সিলেটের আপামর জনগণ।