1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

নিষিদ্ধ সংগঠন এর বিচারের দাবীতে ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার: ২০০৬ সালের ঐতিহাসিক ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা ও অস্ত্রসহ পৈশাচিক হত্যাকান্ডের বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮অক্টোবর) বিকেলে ঐতিহাসিক আমতলায় জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা হাফিজুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা মো. নুরুন্নবী। সমাবেশে উপজেলার ৭ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি, সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা ২০০৬ সালের ঐতিহাসিক ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা ও অস্ত্রসহ পৈশাচিক হত্যাকান্ডের সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবী করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি