জামিরুল ইসলাম , (নাটোর জেলা): নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামান রাজু।
রোববার (২৯ সেপ্টেম্বর ২০২৪) রাতে তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামের নিকট দায়িত্ব বুঝে নেন।
লালপুর থানায় যোগদান করে ওসি নুরুজ্জামান বলেন, এই থানাকে সেবা গ্রহণের আদর্শ স্থান ও অনন্য দৃষ্টান্ত স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞা । সরকারের কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা পালন করবেন। মাদক, সন্ত্রাস, হ্যাকার নির্মূল, অবৈধ সকল কার্যক্রম বন্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। দেশ ও জনগনের স্বার্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে যা সফল করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।