ইউরোপ সেরার এই লড়াইয়ের গত আসরে ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে নেইমারের দল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। এবারের আসরে সেই ফাইনালের বায়ার্নকেই পাচ্ছেন তারা; তবে শেষ আটে। নেইমারদের সামনে এবার সুযোগ প্রতিশোধের।
বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় তাদের বিপক্ষে খেলতে নামবে পিএসজি।
বায়ার্ন এই ম্যাচে পাবে না তাদের গোল মেশিন রবার্ট লেভানদোভস্কিকে। গত আসরে তিনি ভুগিয়েছেন সবগুলো দলকে। এবার ইনজুরির কারণে নামতে পারছেন না মাঠে। এ ছাড়া করোনা পজিটিভ হওয়ায় বায়ার্ন পাবে না জিনাব্রিকে।
নেইমার-এমবাপ্পেদের বিপক্ষে বায়ার্ন নামতে পারে ৪-২-৩-১ ফর্মেশনে। আক্রমণের নেতৃত্বে থাকবেন চুপো মোটিং। গোলরক্ষক নুয়্যারের সামনে রক্ষণ সামলাতে দেখা যেতে পারে পাভার্ড, বোয়েটাং, আলাবা ও ডেভিসকে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে কিমিনিচ ও গোর্টজেকে। তাদের সামনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে সান-মুলা-কোমান ত্রয়ীকে। তবে এটা নিশ্চিত লেভানদোভস্কির অনুপস্থিতি ভোগাবে বায়ার্নকে।