নেপালে একটি হেলিকপ্টার মঙ্গলবার নিখোঁজ হয়েছে। পাঁচ মেক্সিকান পর্যটক ও এক নেপালি পাইলট নিয়ে এটি নিখোঁজ হয় কোম্পানি এ কথা জানায়।
মানাং এয়ার হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে (গ্রিনীচ মান সময় ০৪১৯ টায়) এভারেস্ট অঞ্চলের লুকলার কাছাকাছি সুরকে থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাত্রা করে। কিন্তু প্রায় ১০ মিনিট পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর এএফপি’র।
মানাং এয়ারের রাজু নেউপানে এএফপি’কে বলেন, ‘তদন্ত চলছে। অনুসন্ধানের জন্য আমরা আরেকটি হেলিকপ্টার পাঠিয়েছি।
নেপাল দুর্বল বিমান চলাচল নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। সর্বশেষ প্রায় ছয় মাস আগে এক বিমান দুর্ঘটনায় ৭২ জন আরোহির মৃত্যু হয়।