মো মহসিন, উপজেলা সংবাদদাতা,বেগমগঞ্জ, নোয়াখালী: নোয়াখালী চৌমুহনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও দোকানে মজুদ রাখার দায়ে দোকানদারদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে
গত ০১ অক্টোবর, ২৪ রোজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন নোয়াখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফাহিম হাসান খান এর নেতৃত্বে
নোয়াখালী চৌমুহনী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩টি দোকানে অভিযান চালিয়ে মোট এক হাজার সাতশত টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয় এবং আনুমানিক মোট ২০৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মিলন হোসেন।।
আরো উপস্থিত ছিলেন এ কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার। ল্যাব এটেন্ডেন্ট মোঃ মোরশেদ আলম।
এ সময় নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহারে সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও নির্দেশনা প্রদান করা হয়।