মো: মহসিন, উপজেলা সংবাদদাতা,বেগমগঞ্জ, নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া হেলথকেয়ার রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের (RHRTI) প্রথম ব্যাচ পরিচিতি সভা ও উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় চৌমুহনী বারেয়া (প্রাঃ) হসপিটালের অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাবেয়া হেলথকেয়ার রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (RHRTI) চেয়ারম্যান ও অধ্যক্ষ ডাঃ আবু নাছের এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর ঐতিহ্যবাহী রাবেয়া (প্রাঃ) হসপিটালের ডাক্তার সুলতানা রাবেয়া খানম , তিনি বক্তব্যে বলেন দেশের জনশক্তিকে দক্ষ ও কর্মময় করে গড়াই আমাদের উদ্দেশ্য। দক্ষ জনশক্তি রপ্তানি করে দেশকে আরো উন্নতি শিখরে নিয়ে যাওযা ও আগামীর বাংলাদেশে সর্বক্ষেত্রে সেবা পৌছে দিতে এই প্রতিষ্ঠান ভূমিকা রাখবে।
উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক খায়রুল ওয়ারা এর সন্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিকা মজুমদার।
রাবেয়া হেলথকেয়ার রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (RHRTI) প্রোগ্রামার ম্যানেজার আসলাম পারভেজ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা দেন, সিনিয়র ফ্যাকান্টি উম্মে কুলসুম। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কাজী আবদুল মমিন।ইন্জিনিয়ার সারওয়ার হোসাইন মিলন। শিক্ষিকা রাশেদা আক্তার সহ আরো অনেকেই।
উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলো রাবেয়া হাসপাতালের ম্যানেজার দিলিপ কুমার ভৌমিক এছাড়া ও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, স্টাফ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।