মো : মহসিন, উপেজলা সংবাদদাতা ; বেগমগঞ্জ, নোয়াখালী: নোয়াখালীতে শত বছরের রাস্তা কেটে চলাচলে বাধাঁ জানাতে চাইলে মহিলা ও শিশু সহ ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে সূর্বনচর উপজেলার চরবাটা ইউনিয়নের সাংবাদিক ডাঃ বোরহান উদ্দিনের বাড়ীর রাস্তা নিয়ে।
এলাকাবাসী জানায়, ডাক্তার বোরহান উদ্দিনের বাপ-দাদার আমল থেকে বাড়ির চলাচলের শত বছরের রাস্তা রয়েছে। কিন্তু হঠাৎ করে রাস্তার উভয় পাশে একই গ্রামের সানাউল্লাহ ড্রাইভারের বাড়ীর তার ছেলেরা তাদের মালিকানা দাবি করে জোর পুর্বকভাবে রাস্তা কেটে দখল ও চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ বিষয়ট নিয়ে ডাঃ বোরহান উদ্দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রাজিবের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার সহ শালিসি বৈঠকের মাধ্যমে রাস্তা চলাচলের উপযোগী করে মেরামত করা ও কোন প্রকার ঝামেলা না করার জন্য উভয় পক্ষের উপস্থিতিতে সমাধান করে দেন ।
ভুক্তভোগী পরিবার জানান, সমাধানের পর গতকাল পুনরায় সানাউল্ল্যাহ ড্রাইভারের ছেলেরা শত বছরের পুরনো রাস্তার দুই পাশ কেটে পেলে। রাস্তার উপর একটি কালভার্টের কিছু অংশ ভেঙে দেয়। একপর্যায়ে ড্রাইভারের ছেলে আরিফ, শরীফ, শাহীন মিলে আখলিমা আক্তার উপর লাঠিশোঠা নিয়ে অতর্কিত ভাবে হামলা করে। এছাড়াও তারা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে মহিলার ছেলেকে বেদড়ক আঘাত করে। এ সময় মহিলা শিশু ৩ জন আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহয়তায় আহতদের উদ্ধার করে
নোায়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে ।
অভিযুক্ত বিষয় জানতে ড্রাইভারের বাড়ি গেলে হামলাকারীরা পালিয় যায়, তবে ড্রাইভারের স্ত্রী কমলা থেকে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান ও মেম্বার সহ শালিশ করে সমাধান করে। কিন্তু বোরহান উদ্দিনের রাস্তাটি আগেও চলাচল করছে। আমরা এখন দিবো না। এটা জায়গা আমাদের।
এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নিবার্হীর অফিসার নিকট অভিযোগ দেওয়া হয়েছে। সূবর্নচর উপজেলার নির্বাহী অফিসার আল আমিন সরকারকে মুঠোফোনে বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন লিখিত অভিযোগের পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।