নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীতে মাসিক -পুলিশ ম্যাজিস্ট্রেসী সভা অনুষ্ঠিত নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনজুর কাদের এর সভাপতিত্বে গত ২৬/০২/২০২২খ্রিঃ তারিখে “মাসিক-পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ফেব্রুয়ারি,২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল ইসলাম এবং নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিচারক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে নোয়াখালী জেলার সিভিল সার্জন এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. বাসবী রায়,২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আর,এম,ও ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।
নোয়াখালীর জেল সুপাট ফনী ভূসন দেবনাথ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক এবং জেলা সমাজ সেবা অফিসারের প্রতিনিধিসহ নোয়াখালী জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ অত্র কনফারেন্সে উপস্থিত ছিলেন। উক্ত কনফারেন্সে ডাক্তারি সনদ, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন সময় মোতাবেক প্রেরণ তদন্ত প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেরণ বিভিন্ন পর্যায়ের পরোয়ানা তামিল সহ বিবিধ বিষয়ে আলোকপাত ও নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ভবিষ্যত কর্মপস্থমূহের সিদ্ধান্ত গ্রহন ও করোনাকালীন সময়ে দায়িত্ব পালনের জন্য জেলা সুপার ও ডাক্তারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভাপতি মহোদয় সভায় সমপ্তি ঘোষণা করেন