1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

নোয়াখালীর মাইজদীতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আটক ১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

নোয়াখালী জেলা শহর মাইজদীতে বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে নোয়াখালী পৌরসভার গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচির স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী। প্রিয়ন্তী হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

 

 

জানা গেছে, জেলা শহরের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কচি মিয়ার নিজ বাসার দ্বিতীয় তলায় স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে দুর্বৃত্তরা বাসায় ডুকে কুপিয়ে হত্যা করে। নূর নাহার বেগম ঘটনাস্থলে মারা যান। তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে নোয়াখালী জেনারেল  হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামীসহ অন্য স্বজনরা তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বিজয়া সেন স্থানীয়দের বরাতে বলেন, স্থানীয় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি