নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি স্থানীয়দের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘নৌকা মার্কায়ই আপনাদের ভোট দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো এই যে আপনাগো পানি আছে, বিদ্যুত আছে, গ্যাস আছে এইগুলা কিন্তু কিচ্ছু থাকব না।’
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।
মাসুমের দাবি, তিনি আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্যের বিগত উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপারে বক্তব্য রেখেছিলেন। তিনি পানি, বিদ্যুৎ বা গ্যাসের লাইন কেটে দেওয়ার কথা বলেননি। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
উঠান বৈঠকে মাসুম বলেন, ‘এখানকার (ঋষিপাড়া) মা খালারা জানেন, আজকে থেকে ১০ বছর আগেও কিন্তু এতো সুন্দর মন্দির ছিল না। উপজেলার সবচেয়ে পুরোনো মন্দির কালিবাড়ি মন্দির। সেই মন্দির থেকেও ঋষিপাড়ার মন্দিরটি সুন্দর। গোলাম দন্তগীর সবসময় আপনাদের পাশে আছেন। আপনাদের বয়স্ক ভাতা দিচ্ছেন, পানি দিচ্ছে, গ্যাস দিচ্ছে। সবদিকের গ্যাস কিন্তু কাইটা দিসে, একমাত্র মুড়াপাড়ার গ্যাসে কেউ হাত দিতে পারে নাই। এটা কিন্তু মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অবদান।’
এদিকে রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমূর আলম খন্দকার বলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেছেন নৌকায় ভোট না দিলে বিদ্যুত গ্যাস পানি সংযোগ থাকবে না। এই ভিডিও সম্পর্কে জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইতোমধ্যে তারা ভিডিও চেয়েছেন এবং তারা আইনগত ব্যবস্থা নেবেন বলেছেন।