রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিয়ে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিসতোকে শনিবার বলেছেন, ফিনল্যান্ডের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করা হবে ‘ভুল’। ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুতিন আর নিনিসতোর মধ্যে শনিবার ফোনালাপের পর ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, পুতিন জোর দিয়ে বলেছেন সামরিক নিরপেক্ষতার ঐতিহ্যগত নীতির অবসান ভুল হবে কারণ ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই।
ওই বিবৃতিতে ক্রেমলিন আরও জানায়, দেশটির রাজনৈতিক অভিমুখে এই ধরনের পরিবর্তন বছরের পর বছর ধরে ভাল প্রতিবেশি এবং অংশীদারিত্বের সহযোগিতার চেতনায় গড়ে উঠা রাশিয়ান-ফিনিশ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ সময় দুই নেতা ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন। রাশিয়া-ইউক্রেনের মধ্যকার আলোচনা নিয়ে নিনিসতোকে পুতিন বলেন, ওই আলোচনা কিয়েভ প্রায় স্থগিতই করেছে। গঠনমূলক ও গুরুগম্ভীর আলোচনায় কিয়েভ কোনো আগ্রহ দেখাচ্ছে না বলেও ক্রেমলিন ওই বিবৃতিতে যোগ করেছে।