নড়াইল প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা উচ্চ আদালতের আদেশ অমান্য করে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা গ্রামে চিত্রা নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন মহোৎসব চলছে। জনসাধারণের রাস্তা চলাচলে দুর্ভোগ, নদীর পাড় ভাঙ্গন ও ফসলী জমি রক্ষায় প্রতিকার চান এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার নলদী ইউনিয়নের ব্রহ্মনীনগর গ্রামের মোঃ শামছুর রহমানের ছেলে মোঃ সাইদ ফকির (৬০) নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা গ্রামের পূর্বপাড়ায় চিত্রা নদীতে বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করে নিচু জায়গা, মজাপুকুর ভারাটসহ ঠিকাদারের নিকট বালু বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে।
নলদী ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মোঃ শামীম পারভেজ বলেন, ‘দীর্ঘদিন যাবত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে ফসলি জমি ও রাস্তাঘাট ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।’
এ বিষয়ে লোহাগড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জী জানান, ‘তিনি একটি জরুরী মিটিং এ থাকায় পরে পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেন।’