1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

পদ্মা নদীতে ২২ দিন ইলিশ ধরা বন্ধের জন্যে সচেতনতামূলক সভা

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

পদ্মা নদীতে মৎস্য অধিদপ্তরের নির্ধারণ করা ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধের দাবীতে মাদারীপু‌রের শিবচ‌রে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। র‌বিবার বেলা ১২টার দিকে শিবচর উপ‌জেলার মাদবরচর ইউ‌নিয়‌নের কাওড়াকান্দি ই‌লিয়াস আহ‌মেদ চৌধ‌ুরী উ”চ বিদ‌্যালয়ে সভার আ‌য়োজন করে উপজেলা মৎস্য অফিস। জানা যায়, ৪ অ‌ক্টোবর থে‌কে ২৫ অ‌ক্টোবর পর্যন্ত মা ই‌লি‌শের ডিম পারার সময়। এসময় ই‌লিশ ধরা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এ কয়েকদিন ইলিশ ধরা বন্ধ হলে সারা বছরই ই‌লি‌শের চা‌হিদা মেটা‌নো সম্ভাব। ফরেএই ২২‌দিন ই‌লিশ ধরা, মজুদ করা, খাওয়া থে‌কে বিরত থাকার অনুরোধ আয়োজকদের। এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌¯ি’ত ছি‌লেন মাদারীপুর জেলা প্রশাসক ড. র‌হিমা
খাতুন। শিবচর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদু‌জ্জামানের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌¯ি’ত ছি‌লেন মাদারীপুর‌ জেলা মৎস‌্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, শিবচর উপ‌জেলা চেয়ারম‌্যান মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল ল‌তিফ মোল্লা, ভাইস চেয়ারম‌্যান বিএম আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূ‌মি) র‌কিবুল হাসান, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ই‌লিয়াশ পাশা, শিবচর থানা ও‌সি (তদন্ত) আ‌মির হো‌সেন সের‌নিয়াবাত, মাদবরচর ইউ‌পি চেয়‌ারম‌্যান ফজলুল হক, চরজানাজাত ইউ‌পি চেয়ারম‌্যান জাহাঙ্গীর আলম রায়হান প্রমুখ। এসময় মাদারীপুরের জেলা প্রশাসক ড. র‌হিমা খাতুন ব‌লেন, ৪ অ‌ক্টোবর থে‌কে ২৫ অ‌ক্টোবর পর্যন্ত মা ই‌লিশ রক্ষায় ই‌লিশ মাছ আহরন, ক্রয়‌-বিক্রয়, মজুদ সম্পূর্ন নি‌ষিদ্ধ। এসময় নদী‌তে মাছ ধর‌লে অথবা ক্রয়-‌বিক্রয় করে আইন অমান‌্য কর‌লে শা‌ন্তি কমপ‌ক্ষে ১ বছর থে‌কে স‌র্বো”চ ২ বছর সশ্রম কারাদন্ড। অথবা স‌র্বো”চ ৫ হাজার টাকা জ‌রিমানা অথবা উভয়
দন্ড হতে পা‌রে। তাই সক‌লের উ‌দ্দ্যেশে তি‌নি নদী‌তে ই‌লিশ মাছ না ধরার অনু‌রোধ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি