1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

পরমাণু অস্ত্র সম্প্রসারণ চুক্তিতে স্বাক্ষর করলেন পুতিন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেকার পরমাণু অস্ত্র সম্প্রসারণ চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি এই স্বাক্ষর করেন।

‘নিউ স্টার্ট’ নামের এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি। এই চুক্তি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কোনো অনুমোদনের প্রয়োজন পড়ে না। তবে রাশিয়ার আইনপ্রণেতাদের এই পদক্ষেপকে অনুমোদন দিতে হয়। রাশিয়ার সংসদের দুটি পরিষদই সর্বসম্মতিক্রমে ৫ বছরের জন্য চুক্তিটি সম্প্রসারণের পক্ষে রায় দিয়েছে।

প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট বাইডেন গত বুধবার চুক্তিটির সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করেন। ২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এ চুক্তি মোতাবেক দেশ দুটি ১,৫৫০টির বেশি পরমাণু অস্ত্র ও ৭০০টির বেশি ক্ষেপণাস্ত্র বা বোমারু বিমান নিয়োজিত করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি