বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীতে হাইকোর্টের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে হাইকোর্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের সড়কে কদম ফোয়ারার কাছে বঙ্গবন্ধু পরিবহনের একটি বাসে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী একটি বাস প্রেসক্লাব পার হয়ে হাইকোর্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের সড়কে কদম ফোয়ারার সামনে পৌঁছালে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসে থাকা যাত্রীদের নামিয়ে দিয়ে তারা।
আগুন লাগার পরে ঘটনাস্থলে আসে আইনশৃঙ্খলা বাহিনী। বাসে আগুনের বিষয়ে তাৎক্ষণিক কোনো কিছু জানাতে পারেনি উপস্থিত পুলিশ কর্মকর্তারা।
বাসে আগুন দেয়ার খবর জানার পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
এদিকে সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।