1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে শ্রীলংকার বিপক্ষে আমরা জিতব : শান্ত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর জন্য শ্রীলংকার বিপক্ষে ‘ঠান্ডা মেজাজে’ পরিকল্পনার বাস্তবায়ন করতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ধারাবাহিকভাবে খারাপ পারফরমেন্সের কারনে সমালোচনার মুখ পড়লেও, নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারানোর আশায় আছে টাইগাররা। কারন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জ¦লে উঠতে পুরোপুরি ব্যর্থ হয়েছে শ্রীলংকা। মাত্র ৭৭ রানে অলআউট হয়ে ৬ উইকেটে পরাজিত হয়েছে লংকানরা। ওই ম্যাচের হার শ্রীলংকার আত্মবিশ^াসে সঙ্গত কারণেই ছেদ পড়েছে।

তবে শ্রীলংকার কথা না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে চান শান্ত। লংকানদের বিপক্ষে ম্যাচের আগে শান্ত বলেন, ‘তারা কি ভাবছে, তাদের মনের ভেতর কি হচ্ছে, সেসব নিয়ে ভাবছি না। আমরা নিজেদের নিয়েই ভাবছি এবং আমাদের সামর্থ্য দিয়ে খেলবো। তবে হ্যা, তাদের জন্য ভালো ম্যাচটা(দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ছিলো না। তাদের কেমন অবস্থা যাচ্ছে, সেসব নিয়ে আমরা ভাবছি না।’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টে চারটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে এই (শ্রীলংকার বিপক্ষে) ম্যাচকে আলদাভাবে দেখতে চাই না। আমরা জানি অবশ্যইএটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বেশি চিন্তা না করে আমাদের সাজানো পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়ন করা অনেক বেশি গুরুত্বপুর্ন। ম্যাচের দিন আমরা কিভাবে ঠান্ডা মেজাজে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি সেটা গুরুত্বপূর্ণ।’

‘ডু অর ডাই’ ম্যাচ ভেবে নিয়ে নিজেদের সেরাটা দিতে শ্রীলংকা মাঠে নামবে বলে মনে করেন শান্ত। তিনি জানান, প্রতিপক্ষের পরিকল্পনা নিয়ে খুব বেশি চিন্তিত করছে না দল। কারণ নিজ দলের পরিকল্পনাগুলো ভালভাবে বাস্তবায়ন করার দিকেই মনোযোগি দল।

শান্ত বলেন, ‘ম্যাচটি দুই দলের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। তবে ম্যাচের দিন যে দল ভালো খেলবে তারাই জিতবে। দুই দলের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি আগেই বলেছি, বেশি চিন্তা না করে দলের যা পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। সামনের দিকে খুব বেশি না তাকিয়ে, আমাদের বর্তমানে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো প্রস্তুতি নিয়েছে। আমি আশা করি, সবাই পরিকল্পনা ভালভাবে কাজে লাগাতে পারবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। এরপর বিশ^কাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬০ রানে হেরে যায় টাইগাররা। সব মিলিয়ে বিশ^কাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি ভালো হয়নি। এজন্য টাইগারদের নিয়ে প্রত্যাশাও বেশি নেই ভক্তদের।

শান্ত বলেন, ‘সকলেরই প্রত্যাশা থাকে এবং সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি। সবসময়ই এমন থাকে। আমরাও ভালো ক্রিকেট খেলতে এবং বাংলাদেশের মানুষকে ভালো ম্যাচ উপহার দিতে চাই। তবে গুরুত্বপূর্ণ হলো, আমরা কিভাবে ম্যাচে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করছি এবং আমরা সামর্থ্য অনুযায়ী খেলছি কিনা। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, অবশ্যই আমরা খুব ভাল ম্যাচ উপহার দিতে পারবো।’

বাংলাদেশের বোলিং ধারাবাহিকভাবে ভালো করলেও, ব্যাটিং আশানুরূপ হচ্ছে না। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটিং জ¦লে উঠতে পারছে না। অধিনায়ক শাšরÍ বিশ্বাস, ব্যাটাররা নিজেদের সমস্যার সমাধান করতে পারলেই তা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।

শান্ত বলেন, ‘সত্যি বলতে টপ অর্ডার ব্যাটাররা ভালো করেনি বা ভালো করছে না। কিন্তু আগামীকাল একটি নতুন দিন এবং যার যেখানে সমস্যা আছে তার জন্য কাজ করছে। আমি মনে করি সবাই অনুশীলনে শতভাগ দিচ্ছে এবং আপনি যদি উন্নতির কথা বলেন, সবাই ভালো অবস্থায় আছে। সবাই আগের চেয়ে ভালো অবস্থায় আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা অনুশীলনে যা দেখেছি এবং নেটে যেমন ব্যাটিং করেছি, তাতে আমি মনে করি, আমরা আগের চেয়ে ভালো অবস্থায় আছি। আগে কি হয়েছে সেগুলো নিয়ে বেশি চিন্তা না করে, আগামীকাল একটি নতুন দিন, আমরা জানি না কে ভাল খেলবে বা কারা খেলবে না। আমি মনে করি, নতুন দিনে ভালো শুরু করে সেট হয়ে খেলা শেষ করে আসা তার বড় দায়িত্ব। আমরা কঠোর পরিশ্রম করছি। ব্যাটাররা যেভাবে নিজেদের প্রস্তুত করেছে, আমরা যদি সেভাবে মেলে ধরতে পারি, তাহলে এটা ভালো ম্যাচ হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি