মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী পর্যটন খাতের আয় কমে গেছে। করোনার প্রকোপ হ্রাস এবং অধিকাংশ জনগোষ্ঠী টিকার আওতায় আসায় পর্যটন খাতের আয় বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পর্যটক আকর্ষণে বিমানের ৫ লাখ ফ্রি টিকিট দেবে হংকং। এতে ব্যয় হবে ২ বিলিয়ন হংকং ডলার। আগামী বছর থেকে এ প্রক্রিয়া শুরু হবে।
করোনা সংক্রমণ কমে আসায় এ সম্পর্কিত বিধিনিষেধও শিথিল করছে হংকং। সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ফ্রি টিকিটের বিষয়টি কার্যকরে বিমানসংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে হংকং কর্তৃপক্ষ।
ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার আকাশসীমার ওপর অবরোধ থাকায় বিমানগুলোকে দীর্ঘ রুটে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দু-ই বেশি ব্যয় হচ্ছে।
বিবিসি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে হংকংয়ে কার্যক্রম পরিচালনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ এয়ারলাইন ভার্জিন গ্যালাকটিক।