1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

পলাশবাড়ীতে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে সেনাবাহিনী ও ভ্রাম্যমান আদালত

রানা রহমান
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের ও নির্বাহী ম্যাজিস্টেট কামরুজ্জামান নয়নের নেতৃত্বে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। কঠোর লকডাউনের প্রথম দিন থেকে পলাশবাড়ী উপজেলা জুড়ে নিরলস ভাবে তারা কাজ করছেন ।
ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহবান জানিয়ে আজ বুধবার দিন ব্যাপি পৌর শহরের বিভিন্ন এলাকায় তাদের এ দায়িত্ব পালন করতে দেখা যায়। এসময় বাংলাদেশ সেনাবাহিনী পলাশবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাদিক, পলাশবাড়ী থানা পুলিশ ছাড়াও বিপুল সংখ্যাক সেনা সদস্য,পুলিশ সদস্য, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ,গত ৭ দিনের লকডাউন বাস্তবায়নে পলাশবাড়ী উপজেলায় ২২ টি মামলায় প্রায় ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি