নরসিংদী প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ও জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন।
আজ শনিবার (২০ মার্চ) দুপুরে পলাশ উপজেলার গুরুত্বপূর্ন স্থানে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন। এসময় মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানায় ১০০ জনকে ১০০ টাকা করে জরিমানা এবং তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন জানান, পলাশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান পলাশ উপজেলায় অব্যাহত থাকবে।