মজিবুর রহমান সুজন, টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় তরী বাংলাদেশে এর পক্ষে স্থানীয় আমতলী বাজারে ১ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার বেলা ১১ঃ ৩০ মিনিটে পলিথিন মুক্ত বাংলাদেশ গড়তে প্রচার ও লিফলেট বিতরণ করা হয়, এ সময় বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাহেরুল হক , উপজেলা মৎস্য অফিসার জাইমান জাহান সহ তরী বাংলাদেশ বিজয়নগর শাখার আহ্বায়ক সাংবাদিক সাদেকুল ইসলাম, সদস্য সচিব সাংবাদিক আলমগীর হোসাইন, সাংবাদিক মোশাররফ হোসেন, শাজাহান সরকার, পারভেজ, লিটন ও নাম না জানা অনেক সচেতন মানুষ উপস্থিত ছিলেন।
প্রচার চালনা ও লিফলেট বিতরণের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক সকল ব্যবসায়ীদের কে পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করে বলেন যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে অভিযান পরিচালনা করে জেল জরিমানা সহ আইন অনুযায়ী সকল প্রকার সাজার আওতায় আনা হবে। এ সময় তরী বাংলাদেশ বিজয়নগর শাখার পক্ষ হতে আহ্বায়ক, সদস্য সচিব সহ সকল সদস্যগণ পলিথিন এর কুফল স্লোগান সমৃদ্ধ লিফলেট বিতরণ করেন। তাছাড়া সকল ব্যবসায়ীদের কে পলিথিনের বিকল্প পাটজাত দ্রব্য ব্যবহার করতে পরামর্শ দেন এবং ক্রেতা বিক্রেতা সবাইকে এই বার্তা পৌঁছে দেওয়ার আহবান করেন।