ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত হানা অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে পশ্চিমবঙ্গে অন্তত এক কোটি মানুষ ক্ষতির শিকার হয়েছে। এছাড়া তিন লক্ষাধিক বাড়িঘর ভেঙে গেছে। এই সময় একজনের মৃত্যু হয়েছে। রাজ্যের ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব দিয়ে এই তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, শুক্রবার পশ্চিমবঙ্গ পরিদর্শনে যাবেন মমতা।
মমতা জানান, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে ১৫ লাখ ৪ হাজার ৫০৬ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তারপরও প্রায় এক কোটি মানুষ ক্ষতির শিকার হয়েছে। তিন লক্ষাধিক বাড়িঘর ও ১৩৪টি বাঁধ ভেঙে গেছে। সমুদ্রের লবণাক্ত পানির কারণে কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ত্রাণ শিবিরগুলোতে ১০ লাখ ত্রিপল পাঠানো হয়েছে। ১০ কোটি মানুষের চাল ও শুকনো খাবার পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সকাল সোয়া নয়টার দিকে ভারতের উড়িষ্যার উত্তর উপকূলে আছড়ে পড়ার পরপরই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস।