1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

পশ্চিম তীরে ৪ হাজার নতুন বসতি নির্মাণ করবে ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আরও চার হাজার বসতি স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। শুক্রবার (৬ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী টুইটারে এই বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেট শেকদ টুইটারে লেখেন, আগামী সপ্তাহে ৪ হাজার বাড়ির অনুমোদনের জন্য একটি পরিকল্পনা কমিটি ডাকা হবে।

ইসরায়েলের হারেৎজ সংবাদপত্র জানিয়েছে, বেসামরিক প্রশাসন এবং একটি সামরিক সংস্থা ১ হাজার ৪৫২টি বাড়ি নির্মাণের বিষয়ে বৈঠক করবে। এ ছাড়া বাকি ২ হাজার ৫৩৬টি বসতি স্থাপনের অনুমতি দেবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ।

এদিকে দখল করা পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস নিডস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইসরায়েলকে গত সপ্তাহে বারবার স্পষ্ট করেছে পশ্চিম তীরে যে কোনো বসতি সম্প্রসারণ কার্যকলাপে তারা তীব্র বিরোধিতা করবে।

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এর পর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি।
খবর আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি