পাওনা টাকা ফেরত না দিয়ে বাদী মোঃ মোজ্জাম্মেল হক এর পরিবারসহ সকলকে প্রাননাশেষের হুমকি, সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতি করার কথা বলায় বাদী রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
রাজধানী কাকরাইলে বসবাসকারী মোঃ মোজাম্মেল হক গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রমনা থানায় উপস্থিত হয়ে একটি একটি সাধারণ ডায়েরি করেন। তাতে বলা হয় মোঃ তোফাজ্জল হোসেন (৪৮) পিতা মৃত আমির উদ্দিন সরকার মাতা মৃত মাজেদা খাতুন। গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ থানার কেশবপুর।বর্তমানে ঢাকায় হাতিরঝিল থানায় এলাকা বসবাস করেন। গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুমানিক সন্ধ্যা ৬ টার সময় বাদীর কাকরাইল অফিসে নিচ তলায় এসে তোফাজ্জল হোসেন সহ আরো ৫-৬ জন লোক।বাদীর পাওনাকৃত ১২ লাখ টাকা দিবে না বলে জানান। বাদি মোঃ মোজ্জাম্মেল হক তোফাজ্জল হোসেন কে বিশ্বাস করে বাদীর ক্রায় কৃত ও পৈতিক ১২ বিঘা জমি তাকে দেখাশোনার জন্য দেওয়া হলেও তিনি বর্তমানে উক্ত জমিজমা ছাড়বে না মর্মে বিভিন্ন হুমকি ধামকি দেন। বিভিন্ন সময়ে বাদীর ফেসবুক হইতে ডাউনলোড কৃত কিছু ছবি এডিট করে বিভিন্ন ব্যক্তি ও প্রোফাইলে প্রেরণ করে বিবাদী মান-সম্মান নষ্ট ও রাজনৈতিক পূর্বাকাণ্ড ছড়াচ্ছে, জাহা আদৌ সত্য না এবং বিবাদী বিভিন্ন সংস্থায় মিথ্যা অভিযোগ দায়েল করেছে এবং বাদির পরিবারের সদস্যদের প্রাণ নাসের হুমকি প্রদান করছে। তিনি এই বিষয়টা নিয়ে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করেন। এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি এ ব্যাপারে মামলা করবেন।