শূন্য হাতে বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর বাংলাদেশ জাতীয় দলের টিম অপারেশন্স ও লজিস্টিক্স ম্যানেজার সাব্বির খানের পদত্যাগের কথা বাতাসে ভাসছিলো। পরে জানা গেল, সত্যি সত্যি তিনি পদত্যাগ করেছেন। গত ৭ই নভেম্বর নিজে থেকেই বিসিবিতে পদত্যাগ পত্র জমা দেন সাব্বির৷
তার পদত্যাগের পর পাকিস্তান সিরিজের আগে শূন্য পদে নিয়োগ দেয়া হল নতুন লজিস্টিক ম্যানেজার। বিসিবি থেকে রোববার জানো হয়, তামিম ইকবালের বড় ভাই, সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে পাকিস্তান সিরিজের লজিস্টিক ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে৷
আজ দ্বিতীয় দিনের মত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। নতুন দায়িত্ব পেয়ে কাজও শুরু করে দিয়েছেন নাফিস ইকবাল৷ রোববার টাইগারদের অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন তিনি৷ নতুন লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালকে অনুশীলন শুরুর আগে বরণ করে নিয়েছে ক্রিকেটাররা।
দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল৷ আর সেই সিরিজের আগে টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।