মো. আল আমিন, জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রেসক্লাবের সদস্য সচিব দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি ও পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন(৫০)কে উপজেলা যুবলীগ নেতা মো. হাবিবুর রহমান হাবু মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে এসএএম মিনহাজ উদ্দিনের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে কল করে এ হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।
এ ঘটনায় সন্ধ্যার দিকে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন তিনি। জিডি নং-৩৯৯।পাকুন্দিয়া থানার ডিউটি অফিসার জিডির বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেন।
জানা যায়, রবিবার দুপুর ১টা ২১ মিনিটের দিকে একটি মুঠোফোন নাম্বার থেকে মিনহাজ উদ্দিনের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে কল করে হত্যা ও জখমসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়।
এ নিয়ে এসএএম মিনহাজ উদ্দিন সংবাদকর্মীদের বলেন, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে হাবিবুর রহমান হাবুদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা করেন হাবিবুর রহমান গং। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর আদালত আমাদের পক্ষে রায় দেন। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে আমাদের রোপন করা একটি জমির ধান হাবিবুর রহমান গং জোর করে কেটে নেওয়ার চেষ্টা চালায়। বাধা দেওয়ায় হাবিবুর রহমান কল করে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদান করে। এ ঘটনায় থানায় জিডি করেছি।
অভিযুক্ত হাবিবুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপরে হামলা চালিয়েছেন বলেও অভিযোগ করেন মিনহাজ উদ্দীন। এ নিয়ে পাকুন্দিয়া থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান সংবাদকর্মীদের