1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১২ অপরাহ্ন

পাচারকারীর কাছে মিলল হরিণের মাথা-পা ও ১০ কেজি মাংস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ বাচ্চু হাওলাদার (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে মোংলার উপজেলার পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাচ্চু মোংলার কুমারখালী এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া। সে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো. মজনু হাওলাদারের ছেলে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতে শেহলাবুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রামপাল স্টোরের সামনে থেকে মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। তার কাছে পাওয়া ব্যাগের মধ্যে ১০ কেজি হরিণের মাংসসহ হরিণের মাথা এবং পা পাওয়া যায়।
এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারি চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি