সিঙ্গাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাবজি গেম খেলা নিয়ে রাজু ও আলিফের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কালিগঙ্গা নদীর পাড়ে কাশবনের ভেতরে নিয়ে রাজুকে ইট দিয়ে আঘাত করে চলে যায় আলিফ। মানিকগঞ্জের সিঙ্গাইরে মোবাইল ফোনে পাবজি গেম খেলাকে কেন্দ্র করে এক কিশোর খুন হয়েছে। সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে কিশোর রাজু মারা যায়।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেজাউল হক।
নিহত ১৪ বছর বয়সী রাজু আহমেদ উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল এলাকার মোসলেম মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।
আটক ১৬ বছর বয়সী আলিফ একই এলাকার রাজু কোরাইশীর ছেলে।
স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাবজি গেম খেলা নিয়ে রাজু ও আলিফের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কালিগঙ্গা নদীর পাড়ে কাশবনের ভেতরে নিয়ে রাজুকে ইট দিয়ে আঘাত করে চলে যায় আলিফ।
পরে রাজুর চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যায় রাজু।
তিনি আরও জানান, শনিবার সকালে রাজুর মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা আলিফের বাড়িতে হামলা চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে আলিফকে আটক করে থানায় নিয়ে আসে।