এস এম আলমগীর চাঁদ ( পাবনা জেলা প্রতিনিধি ): পাবনায় ডিবির অভিযানে কথিত মৎস্য চিকিৎসক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ডিবি এসময় বিজিবি থেকে সেচ্ছায় অবসরে আসা মূল হোতা অপর আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
সোমবার(২০ই মে) পাবনার আমিনপুর থানা এলাকার খাঁস আমিনপুর থেকে আটক করে করে ডিবি পুলিশ।এ সময় অপর মাদক ব্যবসায়ী বিজিবি থেকে সেচ্ছায় অবসরে আসা মাদক সম্রাট নামে পরিচিত আজিজ মণ্ডল পালিয়ে যায়।এ সময় ঘটনা স্থান থেকে ৪০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ী ইয়ানুল ইসলাম (২৬) বগুড়া জেলার আদমদীঘি থানার কুসুমদী গ্রামের একরামুল ইসলামের ছেলে।ইয়ানুল খাঁস আমিনপুরে মৎস্য হ্যাচারির চিকিৎসকের আড়ালে মাদকের চালান আদান প্রদান করতো।অপর পলাতক আসামি আজিজ মণ্ডল(৩০) আমিনপুর থানা এলাকার খাস আমিনপুর গ্রামের রমজান মণ্ডলের ছেলে।
পাবনা ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন জানান,মাননীয় পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম, বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক তত্বাবধানে সোমবার ২০ মে ডিবি পুলিশের এসআই(নিঃ) বেনু রায়, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার আমিনপুর থানাধীন খাস আমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করা হয়।এ সময় অপর জন বাড়ির পেছেনে গুপ্ত গেট দিয়ে পালিয়ে যায়।পলাতক আজিজের বিরুদ্ধে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আসামীদের বিরুদ্ধে আমিনপুর থানার মামলা নং-১৯ তারিখ ২০-০৫-২০২৪ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনি ১০(ক) মামলা রুজু করা হয়েছে।